“অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ হুমায়ূন কবীর কিসলুকে সভাপতি ও বরিশাল নতুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে এম.এ. হালিম, ডাঃ এম হোসেন ও শহীদুল ইসলামকে উপদেষ্টা করা হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) সংগঠনটির নিজস্ব পেইজে প্রফেসর নজরুল ইসলাম হাবিবী (প্রতিষ্ঠাতা ও পরিচালক সারাহ- হাবিব ট্রাস্ট লন্ডন এবং কলম সাহিত্য সংসদ লন্ডন) এক স্ট্যাটাসের মাধ্যমে বরিশাল বিভাগীয় এ কমিটি ঘোষণা করেন।
সংগঠনটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অনিতা রাণী, যুগ্ম সাধারণ-সম্পাদক রাসেদুল হক ও নাসরীন আক্তার নীলা, সাংগঠনিক সম্পাদক অসীম ভট্টাচার্য,
সহ সাংগঠনিক সম্পাদক গাজী রায়হানুল হক লাভলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক
নূসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ কবির, হিসাব ও পরিকল্পনা সম্পাদক মো. সানাউল্লাহ রিয়াদ, সদস্য রুমানা হালিম, আবদুল্লাহ আল মুয়ায রিফাত, ফাতিমা জান্নাত জুঁই, এম এল বেল্লাল ও গাজী হানিফ।
কলম সাহিত্য সংসদ লন্ডন ইউনাইটেড কিংডম এবং বাংলাদেশ থেকে রেজিস্ট্রার্ড সংগঠন ও ‘সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’- এর- সহযোগী সংস্থা। বর্তমানে কলম সাহিত্য সংসদ লন্ডনের কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে সাতটি দেশে চলমান।