বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেলো মুশফিকের ঢাকা। জয়ের খুব কাছে গিয়েও হেরে গেল তারা।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বেক্সিমকো ঢাকা। দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রাজশাহী।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন মুশফিকুর রহিম।