December 24, 2024, 2:01 am

পটুয়াখালীর কলাপাড়ায় র‍্যাব কতৃক ভূয়া ডাক্তার গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Tuesday, November 24, 2020,
  • 556 Time View

 

র‍্যাব-৮, পটুয়াখালী ও উপজেলা প্রশাসন, কলাপাড়া, এর যৌথ অভিযানে অদ্য ২৪শে নভেম্বর সকাল আনুমানিক ১২ঃ৩০ ঘটিকার সময় জেলার কলাপাড়া থানার ফেরিঘাট হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে জননী প্যাথলজী সেন্টারে উপযুক্ত সনদবিহীন চিকিৎসা প্রদান করা এবং সনদবিহীন ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করায় জননী প্যাথলজি সেন্টার হল এর মালিক মোঃ মাহাতাব হোসেন হাওলাদার (৪৫), পিতা মোঃ আমজাদ হাওলাদার, সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়াকে ১,০০,০০০/-টাকা,

ভুয়া ডাক্তার মোঃ শরীফ জালাল(৫২) পিতা-মৃত আবু ইউসুফ সাং-বাদুরডলী সুইচ গেইট থানা-কলাপাড়া, পটুয়াখালীকে ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড, পপুলার ডায়াগনস্টিক ল্যাব এর মালিক মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত আবুল হোসেন সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়াকে ১,০০,০০০/- টাকা, ভুয়া ডাক্তার সঞ্জয় কুমার তালুকদার (৪০) পিতা- মৃত সুনিল কুমার তালুকদার সাং বলতলী থানা-গোপালগঞ্জ জেলা-গোপালগঞ্জকে ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড

ও শিলা ডেন্টাল ক্লিনিক এর মালিক সুবাস চদ্র মিত্র (৬০) পিতা- কালী চরন সাং-মদনমোহন বাজার থানা-কলাপাড়া জেলা-পটুয়াখালীক ৫০,০০০/- সহ সর্বমোট ২,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, মেডিক্যাল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৮(১) এর ৫৭/৫৯/৬০ ধারা মোতাবেক কারাদন্ড ওঅর্থদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71