করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা জারি করলেও তা মানছেন না অনেকেই। বিশেষ করে রাজধানীর বেশিরভাগ কাচাঁবাজার ও নামিদামি রেস্তোরাগুলোয় স্বাস্থ্যবিধি উপক্ষিত। এ অবস্থা মহামারির দ্বিতীয় ঢেউয়ে প্রবেশের পথকে প্রশস্ত করবে বলে মতো স্বাস্থ্য অধিদপ্তরের।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার। একই সাথে মাস্ক না পরার কারণে জরিমানাও করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে নো মাস্ক, নো সার্ভিস কর্মসূচিও নেওয়া হয়েছে।
শুক্রবার রাজধানীর বেশির ভাগ খোলাবাজার ঘুরে দেখা যায় মাস্ক পরার প্রবণতা নেই দোকানিদের মধ্যে। মাস্ক ছাড়াই কেনাবেচা করছেন, কথাও বলছেন ক্রেতাদের সাথে।
স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না রাজধানীর জনসমাগম স্থলের বিভিন্ন ফাস্টফুড দোকান এবং নামিদামি হোটেল-রেস্তরাগুলোয়। অবশ্য সিটি কর্তৃপক্ষ বলছে অভিযান পরিচালনা করা হবে।
মাস্ক, হ্যান্ডগ্লাবস ব্যবহার ছাড়া করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাচাঁর বিকল্প নেই বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর।
মরামারি করোনার দ্বিতীয় ঢেউ রোধে অধিক সচেতনতার বিকল্প নেই বলেই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।