গাজীপুরের কালীগঞ্জের বালীগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি।তার বয়স আনুমানিক (৬৫) বছর।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সরকারি উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
পরে সকালে এলাকাবাসী ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হবে।
নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুল হাতা কালো গেঞ্জি রয়েছে।