প্রতিনিধি মোঃ লোকমান মৃধা।
বরগুনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান চালু রাখায় ৩ দোকান মালিককে অর্থদন্ড।
র্যাব ৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, বরগুনার যৌথ উদ্যোগে অদ্য ০৪/০৪/২০২০ ইং তারিখ দুপুর আনুমানিক ১ টার দিকে বরগুনা সদর থানাধীন পৌরমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১ ।বধুয়া শাড়ি কাপড়ের মালিক মোঃ ছগির আলি(৪০), পিতাঃ মৃত রুস্তম আলি, সাং বরগুনা সদর রোড ২। বহুরূপী কসমেটিক্স এর মালিক মোঃ মামুন সরদার(৪০), পিতা-মৃত আঃ হক সরদার, সাং বরগুনা সদর রোড ও ৩। মডার্ন আয়রন স্টোর এর মালিক শুভ দাস(২৫) পিতা- শ্যামল দাস, সাং লাকুরতলা,সর্বসাং- বরগুনা সদর, জেলা -বরগুনাদেরকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান চালু রাখায় আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা আটককৃত প্রথম ২ দোকান মালিকের প্রত্যেককে ২ হাজার টাকা হারে সর্বমোট ৪ হাজার টাকা, এবং আটককৃত ৩য় দোকানমালিককে ৩ হাজার টাকা(সর্বমোট ৭ হাজার টাকা) অর্থদন্ড ধার্য করেন।সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক এ দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যাতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু অসাধু ব্যাবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন।