গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে অর্ধশত দোকান ঘর। আগুন নেভাতে ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম।তিনি জানান, সন্ধ্যায় কালিয়াকৈর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে প্রায় অর্ধশত দোকানে ছড়িয়ে পড়ে।
পুড়ে যায় দোকানের সমস্ত মালামাল। দেড় ঘণ্টা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।