December 23, 2024, 6:11 am

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2020,
  • 429 Time View

যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে সিলেটে লুবনা আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকার পলাশী ৩৮/এ বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

প্রতিবেশীরা জানান, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী তৌহিদ আহমদ নিপুর সঙ্গে বিয়ে হয় লুবনার। বিয়ের পর নিপু যুক্তরাষ্ট্রে চলে যান। আগামী ঈদুল ফিতরে তার দেশে ফেরার কথা ছিল। রোববার দুপুরে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন লুবনা। এ সময় করোনা পরিস্থিতিতে দিনমজুরদের খাদ্য সহায়তার অর্থ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লুবনা আত্মহত্যা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা যুগান্তরকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছি। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71