অনেকরই পছন্দের নাম মধুমিতা। সৌন্দর্য দিয়ে জয় করেছেন লাখো ভক্তদের মন। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। প্রতিনিয়তই ভক্তদের উদ্দেশ্যে দেন নতুন নতুন ছবি ও ভিডিও।
এবারও তার ব্যতিক্রম নয়। ভক্তদের ফের চমক দিলেন মধুমিতা সরকার। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দেন জনপ্রিয় অভিনেত্রী।ওই ভিডিও মাধ্যমে কীভাবে নিজেকে ফিট রাখতে হবে, সেই আভাস দেন মধুমিতা। শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন সময় হাসি মুখে পোজ দিতেও দেখা যায় মধুমিতাকে।
ডেনিম জিন্সে সঙ্গে টপ পরে মধুমিতা ক্যামেরার সামনে আসার পর, সেই ভিডিও লেন্সবন্দি করা হয়। মধুমিতার ওই ভিডিও দেখে, বাহবা দিতে শুরু করেন তাঁর অনুরাগীরা।মধুমিতার শরীর চর্চার যে অভিনব কায়দা, কেউ তার প্রশংসা করেন, আবার কেউ সুন্দর বলে মন্তব্য করতে শুরু করেন। কেউ আবার অভিনেত্রীর ভিডিওতে ভালবাসার চিহ্ন একে দেন।
কুসুম দোলায় ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পর তুমুল জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। যদিও কুসুম দোলার পর তাঁকে এখনও পর্যন্ত অন্য ধারাবাহিকে আর দেখা যায়নি। সম্প্রতি লাভ আজ কাল পরশু’ নামে একটি ছবিতে দেখা যায় তাঁকে। যেখানে পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। পূজার আগে মহালয়াতেও এবার দেখা যায় মধুমিতাকে। একটি সংশ্লিষ্ট চ্যানেলের মহালয়ায় সীতার ভূমিকায় দর্শকদের সামনে হাজির হন এই জনপ্রিয় অভিনেত্রী।