চান্দিনার ১৩নং জোয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ড (উত্তর জোয়াগে) নিজ অর্থায়নে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন খোরশেদ আলম প্রধান।
কখনো ভাঙ্গা রাস্থায় ইট-পাথর ফেলে রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করেন, কখনো সামাজিক কাজে সকলকে সহযোগিতা করা,অসহায় মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন, আবার কখনো বা শিক্ষামূলক কর্মসূচিতে সবার আগে দেখা যায় এই শিক্ষানুরাগী ব্যক্তিকে।
এগুলো সব তাঁর একার প্রচেষ্টা। তাঁর এমন কর্মকান্ডে উক্ত ওয়ার্ডের এলাকাবাসী সকলে খুঁশি হয়ে তাঁকে আগামী ইউপি নির্বাচনে উক্ত ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। সকলে তার এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন নির্বাচনের ইশতেহারে অনেকে এসে বলে আমি ক্ষমতায় আসলে এই করবো সেই করবো কিন্তু ক্ষমতায় এসে তাদের কাজতো দূরের কথা দেখাও মিলেনা।
সেক্ষেত্রে খোরশেদ আলম প্রধান বিগত কয়েক বছর থেকে নিজ অর্থায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওয়ার্ডের সকল জনগনের জন্য। এদিকে তিনি এলাকার আরও উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। এ ব্যাপারে খোরশেদ অালম বলেন আমি এই গ্রামের সন্তান, এই গ্রামের সকল মানুষ আমার নিকটআত্নীয়। মানুষের জন্য কিছু করতে পারছি এটাই আমার সৌভাগ্য। তবে এলাকাবাসী যদি আমাকে তাদের পাশে সবসময় রাখতে আগ্রহী হন তবে আমি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহন করবো ইনশাআল্লাহ। আর এখন আমি যা করছি এগুলো আমার এলাকার মানুষের কল্যানের জন্য করতে পেরে আমি খুশি।