December 26, 2024, 6:31 am

রোনালদোর রেকর্ড এ জুভেন্টাসের জয়

অনলাইন ডেস্ক
  • Update Time : Thursday, December 3, 2020,
  • 282 Time View
Sports news

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ঐতিহাসিক ম্যাচে ডায়মানো কিয়েভে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই ম্যাচে প্রথম কোনও নারী রেফারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করলেন। ওই রেফারির নাম স্টেফানি ফ্রাপ্পার্ট।

 

 

অন্যদিকে, ম্যাচটি ছিল রোনালদোর জন্য মাইলফলকের। এই ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

 

 

এমন মাইলফলক ছোঁয়ার রাতে জুভেন্টাসও পেয়েছে সহজ জয়। তারা ৩-০ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। এ সময় গোল করেন ফেদেরিকো সিয়েসা। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার প্রথম গোল। এরপর ৫৭ মিনিটে আলভারো মোরাতা ও ৬৬ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেন।

 

 

এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৭৫০তম গোল। যার মধ্যে তিনি রিয়ালের হয়ে করেছিলেন ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, পর্তুগালের হয়ে ১০২, জুভেন্টাসের হয়ে ৭৫ ও তার প্রথম ক্লাব স্পোর্টিংয়ের হয়ে ৫ গোল।মাইলফলক ছোঁয়ার পর রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ৭৫০ গোল মানে ৭৫০টি সুখের মুহূর্ত। ৭৫০ বার আমাদের সমর্থকদের মুখে হাসি। আনন্দের উপলক্ষ। এমন সংখ্যায় পৌঁছানোর ক্ষেত্রে সকল খেলোয়াড়, কোচদের ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সকল বিশ্বস্ত প্রতিপক্ষকে। যাদের কারণে আমাকে নিয়মিত কঠোর পরিশ্রম করতে হয়েছে। পরবর্তী লক্ষ্য-৮০০।

 

 

জি গ্রুপ থেকে অবশ্য বার্সেলোনার পাশাপাশি জুভেন্টাসেরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে। অন্যদিকে ডায়নামো কিয়েভ ও ফেরেঞ্চভারোসির বিদায়ও নিশ্চিত হয়েছে।

 

৫ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ১২ পয়েন্ট। ১ পয়েন্ট করে নিয়ে কিয়েভ ও ফেরেঞ্চভারোসি রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71