করোনায় আরও ৩৫ জনের মৃত্যু
নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৮ জন। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১১৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়।
এসব পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে দাঁড়াল।
এছাড়া একই সময়ে মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।