বৈশ্বিক করোনা ভাইরাস একটি মহামারী। আপনারা সবসময় মাস্ক ব্যবহার করুন।
পরিবারসহ আমি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। প্রধানমন্ত্রীসহ দেশের সকল মানুষকে আল্লাহ করোনা ভাইরাস থেকে মুক্ত রাখুন।’
পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার বিকাল ৫টায় পৌরসভার কলেজ পাড়ার নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও বিভিন্ন জামে মসজিদে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বললেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখা বিষয়ক সম্পাদক, নীল সাগর গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি দানবীর কামরান শাহিদ প্রিন্স মহব্বত।
এসময় তিনি পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং তাদের খোঁজখবর নেন।
আলোচনা শেষে পৌরসভার ২০টি জামে মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে নগদ ৫ হাজার টাকা করে ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন। জানা গেছে, এপর্যন্ত তিনি গলাচিপা ও দশমিনা উপজেলায় প্রায় ৪ শত জামে মসজিদে নগদ ৫ হাজার টাকা করে ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া তিনি বিভিন্ন মন্দিরেও ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদান করেন।