জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় গত বছর অক্টোবরে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান।
ওই দিনই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকে তাঁর নাম মুছে ফেলা হয়েছিল। এ বছর ২৯ অক্টোবর উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। তাই আবার র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হন বাংলাদেশি তারকা। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পান তিনি।
এর কদিন পর টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সাকিব নিষিদ্ধ হওয়ার আগে ছিলেন দুইয়ে। এখনো সে অবস্থানেই আছেন তিনি।
এবার টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। আজ সোমবার ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে চারে অবস্থান করছেন সাকিব।
আইসিসির ওয়েবসাইটের খবরে জানা যায়, টেস্টের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। ৪৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের বেন স্টোকস। দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।