সরকারি পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা “পাথওয়ের ” উদ্যেগে পটুয়াখালীর মহিপুর থানা কমিটির পরিচিতি সভা, সদস্যদের মাঝে আইডিকার্ড, কটি ও প্রায় ২ শতাধিক সাধারণ জনগনের মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মহিপুর প্রেসক্লাবের হলরুমে পাথওয়ের মহিপুর থানা কমিটির নব নির্বাচিত সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাগরের সঞ্চালনায় পরিচিতি সভা ও সদস্যদের মাঝে আইডি কার্ড, কটি বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় পাথওয়ে মহিপুর থানা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবতীতে সভা শেষে মহিপুর বন্দরের বিভিন্ন পেশার জনগণ ও পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ সাহিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মহিপুর থানা কমিটির সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারী বলেন আমরা পাথওয়ের মাধ্যমে সাধারণ জনগনের সেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ আমাদের সবার সম্মেলিত প্রচেষ্টায় আমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবো।