কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস- ২০২০ উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
০৯ ডিসেম্বর বুধবার দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। ‘কমলা রঙ্গের বিশ্বে নারী,বাধার পথ দেবেই পাড়ি’ এ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা
পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ ৫ জয়িতাকে পুরষ্কার হিসেবে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে অন্ষ্ঠুানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম,উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব, সহকারী প্রোগ্রামার মো.সালাউদ্দিন,সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মো.তানভীরুল ইসলাম,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, জয়িতা হনুফা বেগম ,দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার (রুবি) ,অবসরপ্রাপ্ত শিক্ষক লায়লা নূর বেগম, শিরিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।
এ বছর জয়িতাদের পাঁচটি ক্যাটাগরি অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী,
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িঁয়েছেন যে নারী,সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারীতে ভাগ করা হয়েছে।
এতে চান্দিনা উপজেলায় এ বছর নির্বাচিত ৫ জয়িতা’ নারী হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী চান্দিনা পৌরসভা বেলাশহর গ্রামের মো. বিল্লাল হোসেনের স্ত্রী হনুফা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার গজারিয়া গ্রামের মো. আব্দুল ওহাব ভূঁইয়া স্ত্রী রৌশন আরা আক্তার (রুবি) , সফল জননী নারী পৌরসভা হারং গ্রামের মৃত গোলাম মোস্তফা ভুইয়া স্ত্রী লায়লা
নূর বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী বরকইট গ্রামের মৃত আব্দুর রহিম স্ত্রী শিরিনা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন পৌরসভা হারং গ্রামের মৃত ছালাহ উদ্দিন মোহাম্মদ একরাম ভূঁইয়া স্ত্রী সাফিয়া আক্তার।