বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু বাংলাদেশির। এ সংখ্যা দেশের চেয়েও বেশি। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার (০৮ এপ্রিল) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১৩৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার (০৮ এপ্রিল) পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ বাংলাদেশির। গত ২৪ ঘণ্টায় শুধু নিউইয়র্কেই গেছে ৫ প্রবাসী বাংলাদেশির প্রাণ। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে যুক্তরাজ্যে। সেখানে মৃত বাংলাদেশির সংখ্যা ২৩।
প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। আবার সেখানে করোনা ভাইরাসের প্রকোপও বেশি। সে কারণে এই দুই দেশেই বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হচ্ছে। এদিকে ইতালি ও স্পেনে করোনায় তুলনামূলকভাবে প্রবাসী বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা কম। এই দুই দেশে ৩ জন করে বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৬, কাতারে ২, আরব আমিরাতে ১, লিবিয়ায় ১, সুইডেনে ১ ও গাম্বিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এই পর্যন্ত প্রায় ৬ জন বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।