নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পরিবারে আসছে নতুন অতিথি। তাই আনুশকার পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে ভারতে ফিরবেন কোহলি।
বিরুষ্কার জীবনে যে সবচেয়ে আনন্দের মুহূর্ত আসতে চলেছে তা নতুন করা বলার অপেক্ষা রাখেনা। নতুন অতিথির অপেক্ষায় যে ব্যকুল হয়ে রয়েছেন তারকা দম্পতি। যার প্রমাণ মেলে তাদের সোশ্য়াল মিডিয়ায় একাধিক পোস্ট থেকেই।
২০২০ সালের ২৭ আগস্ট নতুন অতিথি আসার ব্যাপারটি টুইটারে ভক্তদের জানিয়েছিলেন কোহলি। গর্ভবতী স্ত্রী আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করে কোহলি জানিয়েছিলেন, এবং আমরা তিনজন। জানুয়ারিতে আসছে নতুন অতিথি।
পরিসংখ্যান বলছে, ভারতে ২০২০ সালে সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে কোহলির করা এই পোস্টটি। ৬.৪ লাখের বেশি ‘লাইক’ পড়েছে এই টুইটটিতে।
করোনা ভাইরাস, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, অমিতাভ বচ্চনের করোনা সংক্রমণ থেকে শুরু করে আরও একাধিক বিষয়কে পেছনে কোহলির এই পোস্টই ছিল ভারতীয়দের কাছে সবচেয়ে বেশি আলোচনার।