December 24, 2024, 5:09 pm

আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বিশ্বসুন্দরী

Reporter Name
  • Update Time : Friday, December 11, 2020,
  • 142 Time View

আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

ঢাকাই ছবির জনপ্রিয় তারকা পরীমণি ও সিয়াম আহমেদ জুটির প্রথম এই ছবিটি দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

জানা গেছে, ঢাকার মধ্যেস্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মু্ক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। এই ছবির মাধ্যমেই করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স ফের চালু হচ্ছে।

চয়নিকা গণমাধ্যমকে জানিয়েছেন, নানা কারণে বিশ্বসুন্দরী আমার কাছে বিশেষ। প্রথমত, প্রথম নির্মাণ এটি। দ্বিতীয়ত, সিয়াম-পরী এই ছবির মাধ্যমেই জুটি হয়ে পর্দায় আসছেন।

চয়নিকা গণমাধ্যমকে জানিয়েছেন, নানা কারণে বিশ্বসুন্দরী আমার কাছে বিশেষ। প্রথমত, প্রথম নির্মাণ এটি। দ্বিতীয়ত, সিয়াম-পরী এই ছবির মাধ্যমেই জুটি হয়ে পর্দায় আসছেন। এছাড়া আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে।

ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

বিভিন্ন চরিত্রে ছবিটিতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71