December 26, 2024, 4:17 am

খেলার মাঠে গেইলের মজার কাণ্ড ভাইরাল [ ভিডিও ]

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, December 14, 2020,
  • 182 Time View
Gayle's fun on the playground goes viral [Video]

ইউনিভার্স বস’ ক্যারিবীয় তারকা ক্রিস গেইল কখনোই দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয় না, সে ক্রিকেটের মাঠে থাকুক বা থাকুক না কেন। ব্যাটিংয়ের সময় তিনি তার ভক্তদের ছক্কা ও বাউন্ডারি দিয়ে যেমন বিনোদন দিয়ে থাকেন। তেমনি ফিল্ডিংয়ের সময় গেইল প্রায়শই মানুষকে তার মজার অভিনয় দিয়ে হাসিয়ে তোলে।

এদিকে ক্রিস গেইলের খেলার মাঠে মজার মুহূর্ত গুলো ভক্তদের জন্য শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেইলের মজার মুহূর্তগুলোর সংকলন শেয়ার করে আইসিসি লিখেছে, ‘সপ্তাহের মাঝামাঝি একটা ভালো হাসি দরকার? আমরা আপনাকে আবৃত পেয়েছি! ক্রিস গেইল এখানে তার বিনোদনমূলক সেরা। ইউনিভার্স বস নাকি ইউনিভার্সাল শোম্যান?

আইসিসি ক্রিস গেইলের ফানি ভিডিও শেয়ারের পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়-ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচে ক্রিস গেইল যখন বোলিং করছিলেন তখন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক ইয়ন মরগান বল ডেলিভারি দেয়ার আগেই রানের জন্য হাঁটা শুরু করে অনেক দূর চলে যান। তখন গেইল মরগানকে মানকাডিং আউট করার সুযোগ পেয়েও বল স্টাম্পের কাছে নিয়ে আউট করার নামে মজা করেন।

tmnews71

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71