মানুষের আস্থা ও ভালােবাসায় ২০১৭ সালে দুর্বার প্রথমবারের মত আয়ােজন করেছিল অভিনয় বিষয়ক রিয়েলিটি শো “দুর্বার সেরা প্রতিভা ২০১৭”। জেলার এক হাজারেরও বেশি প্রতিযােগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে মনোনীত করা হয় ফাইনালের জন্য। নাচ গান ও অভিনয়ের ঝমকালাে আয়ােজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল “দুর্বার সেরা প্রতিভা ২০১৭”র গ্রান্ড ফিনাল।
এরই ধারাবাহিকতায় আবারও দুর্বার আয়ােজন করতে যাচ্ছে নৃত্য বিষয়ক রিয়েলিটি শাে “দুর্বার ডান্স স্টার ২০২০”
এ প্রতিযােগিতায় জেলাব্যাপী চতুর্থ থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল প্রতিযােগী অংশ গ্রহন করতে পারবে।
৪র্থ থেকে ৮ম (গ্রুপ ক) এবং ৯ম থেকে দ্বাদশ (গ্রুপ খ) এই দুই গ্রুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে।
বাছাই পর্ব, প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের মাধ্যমে দুই গ্রুপ থেকে মোট দশ জনকে বাছাই করা হবে চুড়ান্ত পর্বের প্রতিযােগীতার জন্য।
রেজিষ্ট্রেশন চলছে………
রেজিষ্ট্রেশনের জন্য ফোন করুনঃ- 01778128926
রেজিষ্ট্রেশনচলবে ৩১শে জানুয়ারী ২০২০ পর্যন্ত