পটুয়াখালীর গলাচিপায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এসময় এসএম শাহজাদা এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা আমরা গড়বোই। দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্য স্বাধীনতা বিরোধী চক্ররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের উন্নয়ন চায় না।
তারা দেশটাকে জঙ্গীবাদ ও মৌলবাদে পরিণত করতে চায়।’ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ,
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো,
জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান আসমা, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা প্রমুখ।
এছাড়া সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।