বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ইসলামী সংগঠনের তোলা বিতর্কের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহনশীল থাকার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বললেন, কারো কথায় কান না দিয়ে নিজের কাজ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবার সমান অধিকার বলেও মনে করিয়ে দেন সরকার প্রধান। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা Daftar Sbobet সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সভাপতির বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় মত করোনা ভাইরাসের ভ্যকসিন আসবে দেশে। জাতির জনকের ভাস্কর্য ইস্যু উঠে আসে সরকার প্রধানের বক্তৃতায়। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আছে সব ধর্মের মানুষেরেই অবদান।
জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতিজ্ঞা পুনর্ব্যাক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ চলবে মাথা উঁচু করে।