৮ সিপিসি-১(পটুয়াখালী ক্যাম্প)কর্তৃক অদ্য ১১/০৪/২০২০ তারিখ সকাল আনুমানিক ০৮ ঘটিকায় পটুয়াখালী জেলার সদর থানাধীন খলিশাখালি এলাকায় অভিযান পরিচালনা করে একজন গাঁজা চাষী মোঃ রিয়াজ ফকির(২২) পিতাঃ মোঃ আশরাফ আলি ফকির, সাং খলিশাখালি, থানা- পটুয়াখালী সদর, জেলা – পটুয়াখালী কে আটক করে। এসময় আটককৃত ব্যাক্তির বাড়ির পাশে পুকুর পাড়ে একটি টবে লাগানো ৫ টি গাঁজা গাছ জব্দ করা হয়।আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মাদকসেবী।তিনি নিজে গাজা সেবনের উদ্দেশ্য এই গাজা গাছ গুলো অতি গোপনে চাষ করে আসছিলেন। আটককৃত আসামিকে উদ্ধারকৃত গাঁজাগাছ সহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে একটা মামলা দায়েরে প্রক্রিয়াধীন।