December 24, 2024, 3:17 am

ঢাকায় ভাঙ্গা চূড়া বাসের সমারোহ

অনলাইন ডেস্ক
  • Update Time : Thursday, December 17, 2020,
  • 624 Time View
Capture

রাজধানীতে এখনও চলছে লক্কড়-ঝক্কড় বাসেই চলছে যাত্রী পরিবহণ। অধিকাংশের উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস। পেছনের গ্লাসও ভাঙা, ধুলা-ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলোর। যাত্রীরা বলছেন-দেশের রাজধানী শহরে কোনভাবেই চলতে পারে না এসব বাস।

দ্রুত রং-চটা, ভাঙাচোরা বাসের ব্যাপারে উদ্যোগ চান বিশেষজ্ঞরা। তবে-শিগগির এর সমাধান হচ্ছে না। বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের বাস্তবায়ন না হলে এসব বাস চলবে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। রং-চটা, ভাঙা চোরা নানা বাসেই চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহণ।

বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা-সমালোচনা হলেও- রাস্তা থেকে সে সব বাস সরেনি।রাজধানীর বাড্ডা রুটের এসব ছবিই জানান দিচ্ছে-অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস। ভেঙে গেছে বিভিন্ন অংশ। উঠে গেছে বাসের রং। দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যাক্ত। তারপরও-রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে লক্কর ঝক্কড় বাস। ব্যবস্থাও নেই পুলিশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71