দুবাইফেরত যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা জামিল আহমদের (২৮) নামে এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) তিনি বিমানবন্দরে এসে পৌঁছান।
জামিল ব্রাক্ষণবাড়িয়ার কসবা সায়দাবাদ এলাকার বাসিন্দা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক (শুল্ক গোয়েন্দা) মো. আল আমিন বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিলের কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি স্বর্ণের বার আনার কথা অস্বীকার করেন।
এক পর্যায়ে তাকে বাথরুমে নিয়ে তার পায়ুপথে বিশেষ ব্যবস্থায় রাখা ১২টি ও হাত ব্যাগ থেকে দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। জামিলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।