December 23, 2024, 2:48 pm

রাতভর খোঁজার পরেও মিলল না কনের ঠিকানা, বিয়ে না করেই ফিরতে হল বরযাত্রীকে!

এস এম সাগর, প্রোগ্রাম অফিসার,স্বাধীন বাংলা টিভি
  • Update Time : Sunday, December 20, 2020,
  • 132 Time View
Capture

ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায় ঘটনাটি ঘটেছে, বলা যেতে পারে একেবারে ফিল্মি কায়দায় বর ঠকানো যাকে বলে। বিয়ে করতে এসে কনের বাড়ি খুঁজে না পেয়ে ফিরে যায় বরযাত্রী। ঘটনাটি ঘটেছে ১০ডিসেম্বর শীতের রাতে, একেবারে বন্ধু-বান্ধবের সাথে শোভাযাত্রা নিয়ে আজমগড় থেকে মাও পৌঁছেছিলেন বরযাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি।

একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজে ফেললেও মেলেনি কনের বাড়ি। এর পরেই ক্লান্ত হয়ে রাগে গনগনে হয়ে ফিরে যায় আজমগড়। এখন প্রশ্ন হল, এই শীতের রাতে কুয়াশার মধ্যে কনে পালালো শহর থেকে। প্রথম থেকে কথাবার্তা ও যে ঠিকানায় আসার কথা সেখানে উপস্থিত হলেও মেলেনি তার কোনো অস্তিত্ব।

স্বাভাবিকভাবেই বরযাত্রী এই রাগ ঝেড়েছে ঘটকের ওপর। যাচ্ছেতাই গালাগাল দিয়েছেন বরযাত্রী, এমনকি শনিবার সারা দিন আটকে রেখেছে তাকে। সবকিছুর পরে থানায় অভিযোগ জানানো হয় কিন্তু এক বিশাল ভুল করে ফেলে বরযাত্রী। কারণ এর আগে একবারও কনের বাড়ি যায়নি বরপক্ষ।

কিন্তু কনের সাজ গোজ উপলক্ষে কুড়ি হাজার টাকা এমনি হাতিয়ে নেয় বরপক্ষের কাছ থেকে। এর আগেও সেই যুবক বিয়ে করেছিল, কিন্তু আগের বউ বাপের বাড়ি যাওয়ার পর আর ফিরে আসে নি, এরপরে ফের পরিবার সেই যুবককে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এমন ঘটনার শিকার হয় তারা। সূত্র : সংবাদ প্রতিদিন।

ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায় ঘটনাটি ঘটেছে, বলা যেতে পারে একেবারে ফিল্মি কায়দায় বর ঠকানো যাকে বলে। বিয়ে করতে এসে কনের বাড়ি খুঁজে না পেয়ে ফিরে যায় বরযাত্রী। ঘটনাটি ঘটেছে ১০ডিসেম্বর শীতের রাতে, একেবারে বন্ধু-বান্ধবের সাথে শোভাযাত্রা নিয়ে আজমগড় থেকে মাও পৌঁছেছিলেন বরযাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি।

একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজে ফেললেও মেলেনি কনের বাড়ি। এর পরেই ক্লান্ত হয়ে রাগে গনগনে হয়ে ফিরে যায় আজমগড়। এখন প্রশ্ন হল, এই শীতের রাতে কুয়াশার মধ্যে কনে পালালো শহর থেকে। প্রথম থেকে কথাবার্তা ও যে ঠিকানায় আসার কথা সেখানে উপস্থিত হলেও মেলেনি তার কোনো অস্তিত্ব।

স্বাভাবিকভাবেই বরযাত্রী এই রাগ ঝেড়েছে ঘটকের ওপর। যাচ্ছেতাই গালাগাল দিয়েছেন বরযাত্রী, এমনকি শনিবার সারা দিন আটকে রেখেছে তাকে। সবকিছুর পরে থানায় অভিযোগ জানানো হয় কিন্তু এক বিশাল ভুল করে ফেলে বরযাত্রী। কারণ এর আগে একবারও কনের বাড়ি যায়নি বরপক্ষ।

কিন্তু কনের সাজ গোজ উপলক্ষে কুড়ি হাজার টাকা এমনি হাতিয়ে নেয় বরপক্ষের কাছ থেকে। এর আগেও সেই যুবক বিয়ে করেছিল, কিন্তু আগের বউ বাপের বাড়ি যাওয়ার পর আর ফিরে আসে নি, এরপরে ফের পরিবার সেই যুবককে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এমন ঘটনার শিকার হয় তারা। সূত্র : সংবাদ প্রতিদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71