নওগাঁয় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় ইদ্রিস (৫০) নামে এক ভটভটি আরোহী নিহত হয়েছেন। আজ ভোর ৫টায় শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে।স্থানীয় লোকজন জানান, মহাদেবপুরের শিবরামপুর থেকে ভোরে ভটভটি যোগে মাছ নিয়ে নওগাঁ শহরে আসছিলেন ইদ্রিস। পথে দয়ালের মোড়ে ভটভটি রেখে পাশেই চা পান করছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভটভটিকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস নিহত হন।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।