করোনাময় বিশ্বে বাংলাদেশেও নিদারুণ নিদান কাল চলছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কয়েকদিনের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। যদিও নিদান কালকে খুবই দীর্ঘ মনে হয় তারপরও সময় কিন্তু বহিয়াই যায়। দেখতে দেখতে পহেলা বৈশাখ চলে এলো। নববর্ষ এবার যেহেতু
এ প্রেক্ষাপটে এলো সেহেতু পালন ও হচ্ছে পুরোপুরি ভিন্নভাবে।
প্রতিবছর পহেলা বৈশাখ কাটে প্রচণ্ড ব্যস্ততায়। কিন্তু এবার অখণ্ড অবসর, ‘হাড় ভাঙ্গা বিশ্রাম’। এবার ঘরে বসে পরিবারকে সময় দিচ্ছি, আপনারাও তাই করুন। একজন ডাক্তারের বক্তব্যে জানতে পারলাম যে বিশ্বে ইতোমধ্যে ৭০টি জায়গায় ভ্যাকসিন ও ওষুধ নিয়ে দিনরাত গবেষণা চলছে। করোনা ইবোলা, নিপা, সার্স, মার্স কিংবা ডেঙ্গুর মতো আঞ্চলিক রোগ নয়, সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোতে ও করোনার ভয়ঙ্কর দাপট চলছে। সে কারণেই খুবই দ্রুত সুখবর পাব বলে বিশ্বাস করাটা যুক্তিসংগত।
প্রত্যাশা করি নতুন বছরের শুরুর দিকেই সুখবর পাব। করোনাভীতি মুক্ত হবে বিশ্ব। আগামী নববর্ষ উৎযাপন অনেক বেশি আনন্দময় হবে সেই কামনায় সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা,
‘শুভ নববর্ষ ১৪২৭’
ঘরে থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন।
স্বাস্থ্যবিধি মেনে চলুন।
‘আমরা করব জয় একদিন।’
লেখক: ডিএমপির অতিরিক্ত কমিশনার।
(ফেসবুক থেকে সংগৃহীত)