মে- জুনের মধ্যে ভ্যাকসিন পাবে দেশের সাড়ে ৪ কোটি মানুষ। সোমবার মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিশ্বব্যাপী করোনা সংক্রমন বাড়ছে বলে নিয়ম মানার পাশাপাশি মাস্ক পড়া নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে আরো আগেই। এরই মধ্যে ভ্যাকসিন সংগ্রহ নিয়েও চলছে তোড়জোর। বাংলাদেশও প্রস্তুতি নিচ্ছে অনেক দিন ধরেই। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মাস্ক পড়া নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি করেছে সরকার। সে ভ্যাকসিন আগামী জানুয়ারি শেষেই দেশে আসবে বলে মন্ত্রীসভাকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব বলেন; সবমিলে সাড়ে ৪ কোটি মানুষের টিকা আসবে জুন জুলাইয়ের মধ্যে।
এদিন বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রী সভায়। এছাড়া আদর্শ কৃষি চর্চা বিষয়ক নীতিমালার খসড়া এবং উত্তরাঞ্চলের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রী পরিষদ বৈঠকে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। নতুন ১ হাজার ৪৭০সহ দেশে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ১৮৩ জন।