December 29, 2024, 9:02 am

জীবনটাকে নিজের মতো পরিচালনা করার স্বাধীনতা সবার আছে, পিয়া

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, December 22, 2020,
  • 110 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে। আর সাইবার বুলিংয়ের সবচেয়ে বড় শিকার হলেন তারকারা।

কিছুদিন আগেই সাইবার বুলিং নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরব হলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক পিয়া জান্নাতুল।

ফেসবুকে লাইভে এসে তিনি জানান, এখনই উপযুক্ত সময় এসব বন্ধ করার। যারা সাইবার বুলিং করেন তাদের উচিত এসব বাদ দিয়ে নিজের জীবনটাকে উন্নত করার চেষ্টা করা।

পিয়া আরও বলেন, অন্যের জীবনাচরণ আমার ভালো নাও লাগতে পারে। তাই বলে আমি কি তাদের বাজে কথা বলবো? উত্যক্ত করবো? এটা সবার দেশ।

নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করার স্বাধীনতা সবার আছে। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ, তারপর আমি একজন নারী, এরপর আমি একজন বাঙালি, তারপর আমার পেশাগত কিংবা অন্যান্য পরিচয়।
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন পিয়া।

তবে স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চাও করছেন। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, পিয়াকে নানা উদ্ভট পরামর্শও দিচ্ছেন। এ বিষয়ে লাইভে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি।

এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71