December 23, 2024, 3:02 pm

নির্বাচনী এলাকায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2020,
  • 150 Time View

ফরিদপুর -২ আসনে সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহ সভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে দুই শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরকান্দা উপজেলার ফুলসুতি চৌধুরী বাড়ি হতে নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনায়েত চৌধুরী, যুবলীগ নেতা লিপটন চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরুজ্জামান আইযুব প্রমুখ।

সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিন দেশের এই দুর্দিনে সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়াঁতে। তারই নির্দেশনা অনুযায়ী আমার ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের জন্য কিছু ত্রানের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71