কুয়াকাটার লতাচাপলীর রাখাইনদের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সন্ধায় লতাচাপলীর আমখোলাপাড়া সাইক্লোন সেল্টারে বসে প্রায় শতাধিক রাখাইন পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোসা :আছিয়া খাতুন মাননীয় সচিব (পি এস সি) , জনাব মোফাস্সেল হোসেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রনালয়, বরিশালের বিভাগিয় কমিশনার অমিতাভ সরকার , ডিসি পটুয়াখালী মো: মতিউল ইসলাম ,
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু হাসনাত মোঃসহিদুল হক ও পাথওয়ের নির্বাহী পরিচালক মোঃ শাহীন ও লতাচাপলীর ইউনিয়ন চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পাথওয়ে সংগঠনের ব্যাপক সুনাম করেন এবং আরো বেশি বেশি মানব সেবায় কাজ করার আহবায়ক জানান।