চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ-কানসাট মহাসড়কের একাডেমির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকার আফসার আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সকালে রানিহাটী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাকিব। পথে একাডেমির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।