December 25, 2024, 6:12 pm

করোনায় ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ : স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, December 25, 2020,
  • 243 Time View

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১১৩ জন।

এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫১০টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ছয়জন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৩৬ জন ও নারী এক হাজার ৭৬২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা ও রংপুর বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন। এর মধ্যে হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে একজন মারা গেছে। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71