সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মৃতদেহ প্রাইভেটকার থেকে উদ্ধার করে।
তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।