ঠাকুরগাঁওয়ে আগাম জাতের আলু চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। বাজারে নতুন আলুর চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা।
এবার চলতি মৌসুমে বাজারে পুরনো আলু ২৫থেকে ৩০ টাকা আর নতুন আলু ৩০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটার পর গেনোলা, ডাইমনসহ বিভিন্ন আগাম জাতের আলুর চাষ করে লাভের আশা করছেন চাষিরা।কৃষক ইব্রাহিম আলী জানান, চলতি বছরে শীত অনেকটাই কম। তাই কম খরচে ফলন ভালোই হয়েছে। এছাড়াও বাজারে আগাম জাতের আলুর দামও বেশ ভালো।
আরেক কৃষক নজরুল ইসলাম জানান, এবার ১বিঘা জমিতে আগাম জাতের ডায়মন আলু চাষ করেছি। বিঘা প্রতি বীজ সেচ, সার, নিড়ানি, আলু তোলা ও পরিবহনসহ খরচ তার ৩৫ হাজার টাকা। আর জমিতে আলু হয়েছে ৫০মণ।আলু ব্যসায়ীরা জানান, আলুর দাম ওঠানামা করছে। তাই আমরা বাজার চাহিদা মাফিক আলু ক্রয় করতেছি।
ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন জানান, ঠাকুরগাঁও জেলায় গত বছর ২৫ হাজার ১২৫ হেক্টরে আলু চাষ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫৯১ হেক্টরে। তবে কৃষক যে হারে আলু লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাতে আলু আবাদ ৩০ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে। অথচ অতীতে জেলায় ৬/৭ হাজার হেক্টরের বেশি জমিতে আলু আবাদ হয়নি।