যে কোন বিপদে আল্লাহর কাছে চাইতে হয়। তাহলেই আল্লাহ মানুষের যাবতীয় প্রয়োজন পূরণ করে থাকেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশী হন এবং তিনি বান্দার দোয়া কবুল করেন।
নবী করীম (সা.) বলেন, الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ‘দোয়াই ইবাদত’। অন্যত্র তিনি বলেন, أَفْضَلُ الْعِبَادَةِ الدُّعَاءُ ‘উত্তম ইবাদত হচ্ছে দোয়া।
আসুন এবার জেনে নেয়া যাক দেহের কোনো স্থানে ব্যথা অনুভব হলে যে দো’আ পড়তে হয়– শরীরের যে স্থানে ব্যথা অনুভব হয়; সেখানে হাত রেখে প্রথমে তিনবার بِسْمِ اللَّهِ (বিসমিল্লাহ) পড়তে হবে।
পরে ৭ বার পড়তে হবে, أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু
অর্থ: এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।
মহান আল্লাহ আমাদেরকে সুস্থ্য ও রোগমুক্ত থাকার তওফীক দান করুক। আমীন।