ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নক আউট পর্বের ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়। দলের সব খেলোয়াড়রা ফিট থাকায় বেশ ফুরফুরে মেজাজে অস্কার ব্রুজনের বসুন্ধরা কিংস। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য তার। অন্যদিকে, বসুন্ধরা কিংস শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়ের লক্ষেই মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গ্রুপ পর্বে ছিলো বসুন্ধরা কিংসের একচেটিয়া আধিপত্য। জয়ের ধারায় থাকা দলটির নক আউট পর্বে প্রতিপক্ষ শেখ জামাল। যাদের বিপক্ষে অতীতের দুই দেখায় দুটি জয়ই ছিলো কিংসের।
ইনজুরিতে থাকা তপু, তারেক, সুশান্ত হয়েছেন ফিট। এছাড়াও ফরোয়ার্ড মতিনও কাটিয়ে উঠেছেন ইনজুরি। পাশাপাশি দলের চার ফরেইনারের সবাই আছেন ভালো ফর্মে। এমন সব ঘটনায় বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। তবে, শেখ জামালকে কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ ও খেলোয়াড়রা।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেছেন শেখ জামাল বেশ কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে এবারের লিগে অন্যতম শক্তিশালী ফরোয়ার্ড লাইনআপ তাদের। আমরা ভালো সেইপে আছি। ফুটবলাররা সবাই ফিট। জয়ের দিকেই আমাদের ছেলেদের চোখ থাকবে। তবে, ম্যাচটা সহজ হবে না কোনোভাবেই। আমরা এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই।
অন্যদিকে, বসুন্ধরা কিংসের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শেখ জামাল। শফিকুল ইসলাম মানিকের ডেরায় বড় কোনো তারকা না থকেলেও জাতীয় দলে খেলা বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারে ভরসা রাখছেন কোচ। জোবে, সোলেমান কিং আর সোলেমান সিল্লার মতো তিন গাম্বিয়ানে ভরসা টিম ম্যানেজমেন্টের।