টানা সাড়ে ৩ মাস বন্ধের পর আজ শনিবার বিকেল ৪টা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। গত ২৮ ডিসেম্বর ভারত সরকারের এক লিখিত আদেশের মাধ্যমে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হলো।
অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত।সেই থেকে দেশে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ না থাকলেও প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৫০ থেকে ২৮০ মার্কিন ডলারে। আর এসব পেঁয়াজ আমদানি হচ্ছে মধ্য প্রদেশ ইন্দোর থেকে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, পেঁয়াজ আমদানি পুরোদমে শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে। তবে ভারতে পেয়াজের মূল্য এখনো কিছুটা বেশি থাকায় কি পরিমাণে আমদানি হবে তা পরে জানানো যাবে।