ভারত থেকে পেঁয়াজ এলেও আমাদের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, আমদানি করে কখনো কখনো আমাদেরকে সংকট মোকাবিলা করতে হয়। কাজেই পেঁয়াজ আমদানি বন্ধ করা সম্ভব নয়। তবে পেঁয়াজের ওপর আমদানি শুল্ক ফের যুক্ত করা হবে।
আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত তার স্বার্থের কথা ভেবে কখনো কখনো খুলে দিচ্ছে, আবার কখনো বন্ধ করে দিচ্ছে। এখন আবার তারা খুলে দিয়েছে। গত বছর মার্চের মাঝামাঝি তারা বন্ধ করে দিয়েছে।
তবে আমরা আমাদের কৃষকদের স্বার্থ রক্ষা করব। ভোক্তারা যাতে কোনো সংকটে না পড়ে সেটাকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভোক্তাদেরটাও দেখব, কৃষকদের স্বার্থও দেখব।