রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেখানে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। বলা হয়েছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।