পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা কর্তৃক বরগুনা সদরে ভ্রাম্যমান আদালতে ০৩ জন দোকানদারকে অর্থদন্ড।
র্যাব-৮গ, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে অদ্য ২৯/০৪/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকায় পর্যন্ত বরগুনা সদর এর কলেজ বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১। আরকে গিনি ভবন এন্ড জুয়েলার্স এর মালিক মিহির কর্মকার (৫২), পিতা- মৃত রঞ্জন কর্মকার, সাং-কলেজ বাজার রোড, থানা-সদর, জেলা- বরগুনাকে ১,০০০/- টাকা, ২। স্বর্নালী অলংকার হাউজ এর মালিক মিন্টু কর্মকার (৩০), পিতা-সুনীল কর্মকার, সাং-কলেজ বাজার রোড, থানা-সদর, জেলা- বরগুনাকে ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। অন্য দিকে মাসুম হার্ডওয়্যার এর দোকান মালিক মোঃ আব্দুর রব (৬৫), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-কলেজ বাজার রোড, থানা-সদর, জেলা-বরগুনাকে ১,০০০/- টাকা সহ সর্বমোট ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯/১৮৮ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। উল্লেখ্য, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রইছ উদ্দিন।