December 23, 2024, 8:13 pm

মানিকগঞ্জের দৌলতপুর থেকে ট্রাক যোগে আসা ১৩ জনকে আটক করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে মহিপুর থানা পুলিশ

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2020,
  • 194 Time View

মহিবুল্লাহ পাটোয়ারী :

করোনা ভাইরাসের কারনে যখন সারাদেশে লগ ডাইন চলছে তখনই ঢাকার মানিকগঞ্জের দৌলতদিয়া থেকে ট্রাক যোগে আসা একই পরিবারের নিকটাত্মীয় ট্রাক ড্রাইভার সহ ১৩ জনকে পুরান মহিপুর শেখ কামাল সেতুর টোল ঘড় সংলগ্ন চেকপোস্ট থেকে আটক করে তাৎক্ষণিক নিকটবর্তী মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে কোয়ারেন্টাইনে রেখেছে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ।

জানাযায় শুক্রবার ১ লা মে বেলা ১০ টা ৪৫ এর সময় শেখ কামাল সেতুর চেকপোস্টে দায়িত্বরত মহিপুর থানা পুলিশের এস আই মনির হোসাইনের নেতৃত্বে সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে মহিপুর থানাধীন ধুলাসারের তারিকাটা গ্রামের

মোঃ জহিরুল ইসলাম(২৭), পিতা-মৃত করিম মোল্লা, মোসাম্মৎ সুমি আক্তার(২২), স্বামী-মুহাম্মদ জহিরুল ইসলাম, মোছাম্মদ আছিয়া(৩২), স্বামী-আনোয়ার খলিফা, আমেনা(১০), পিতা- আনোয়ার খলিফা, নাজিয়া(১২), পিতা-নাসির মোল্লা, হাসুরা(১৩), পিতা-মোহাম্মদ আলী, মমতাজ(৪৫), স্বামী-বারেক কাজী,সর্ব সাং-তারিকাটা,ইউপি-ধুলাসার,থানা-মহিপুর, ইমরান(১৭),পিতা-নবী হোসেন, সামিয়া(০৪), পিতা-সরোয়ার,উভয় সাং-নিজামপুর, ইউপি-মহিপুর,থানা- মহিপুর, আসিফ(১২), পিতা-হারুন হাওলাদার, গ্রাম- পাখিমারা, থানা-কলাপাড়া,

মোঃ মাসুদ হাওলাদার(৩২)(ট্রাক ড্রাইভার), পিতা-মধু হাওলাদার, গ্রাম- তারিকাটা, থানা-মহিপুর,মোঃ জালাল মোল্লা(৪০)(ট্রাকের হেলপার), পিতা-দুলাল মোল্লা, গ্রাম- হলুদিয়া, থানা- আমতলী, জেলা- বরগুনা, মোহাম্মদ রাব্বি(১৬)(ট্রাকের হেলপার), পিতা- মোঃ নানু, সাং- ছওোপুর, থানা-ভেদরগঞ্জ কে আটক করে নিকটস্থ মহিপুরের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়।

আটককৃতরা সবাই দীর্ঘদিন ঢাকায় ছিলেন এবং কেউ কেউ ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং লগডাউনের কারনে তারা এলাকায় চলে আসেন এবং পুলিশের হাতে আটক হন।

এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আটককৃতরা প্রাথমিক ভাবে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71