নাটোরের লালপুরে ট্রলির ধাক্কায় ইলিয়াছ আলী (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সকাল ১০টার দিকে উপজেলার সালামপুর আখ সেন্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইলিয়াছ আলী উপজেলার শেরপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। তিনি শ্যালো ইঞ্জিনের মেকানিক বলে জানা গেছে।
লালপুর থানার ওসি মো. সেলিম রেজা জানান, সকাল ১০টার দিকে ইলিয়াছ বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে সালামপুর আখ সেন্টার মোড়ে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।