গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ সংলগ্ন সড়কে মানববন্ধ
গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।
গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে জেলেসহ বকুলবাড়িয়াবাসী। এ মানববন্ধন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে। গত ২৮শে এপ্রিল তারিখে কতিপয় জেলেদের পক্ষে নাসির উদ্দিন সবুজ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারে কাছে দেয়া অভিযোগের বিরুদ্ধে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন , ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মুন্সি, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ইব্রাহিম সরদার, জেলেদের সংগঠনের সহ-সভাপতি সিদ্দিক খান, আব্দুল হক, শরীফ হোসেন, সামসুল উদ্দিন, বুলুম মোল্লা প্রমুখ।
জেলেদের সংগঠনের সহ-সভাপতি সিদ্দিক খান জানান, বকুলবাড়িয়া ইউনিয়নের ৬৫জন জেলেদের নামের তালিকা আছে। ৬০জন জেলে চাল পেয়েছে। বাকি ৫জনের নাম বয়স্ক ভাতার তালিকায় আছে। সবুল ইউএনও’র কাছে সংরক্ষিত আসনের সদস্য সালেহা বেগমের ছেলে মোঃ নিজাম উদ্দিন ও ইউপি সদস্যকে জড়িয়ে ষড়যন্ত্র মূলক যে মিথ্যা অভিযোগ করেছে তা ভিত্তিহীন ও বানোয়াট। এর প্রেক্ষিতে বকুলবাড়িয়া ইউনিয়নের জনসাধারণ সামাজিক দুরত্ব বজায় রেখে হাজার খানেক লোক মানববন্ধনে অংশ নেয়।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ করছে।