ট্রাম্প নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট! একটা রাজ্যে মাত্র কয়েক হাজার ভূয়া ভোটের ব্যবস্থা করতে পারলো না। নিজের নিয়োগ দেয়া কোন কর্মকর্তা, বিচারক, দলের লোক কাউকে দিয়ে কিছু উল্টায় দিতে পারলো না।
আর আমরা! ভোট করে ফেলি আগের রাতে। ভূয়া ভোট যোগাড় করি লাখে লাখে। বিনা বাধায়, বিনা দ্বিধায়, বিনা লাজে।
ক্যাপিটল হিলের উপর আক্রমণটা শুধু দেখলেন। এসব ভাবলেন না? গণতন্ত্রের সবক দেয়ার অধিকার অবশ্যই আছে এই আমেরিকার।
আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে