বাউফলের তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনির হোসেন মৃধা (৩৩) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
শনিবার গভীর রাতে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ঢাকা-পায়রা বন্দরগামী ‘অ্যাডভেঞ্চার-১১’ ডবল ডেকার লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মনির, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত সাত্তার মৃধার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে মনির, জসিম (২৫) ও রাসেল (২৭) নামের তিন জেলে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলেন।
রাত পৌনে ১টার দিকে ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীর পায়রাবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার-১১ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ওই নৌকাটি ডুবে যায়। এ সময় জসিম ও রাসেল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মনিরের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, স্বামী শনিবার রাতে বাড়ি থেকে জাল ফেলতে তেঁতুলিয়া নদীতে যান। রোববার ভোরে খবর আসে লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকাটি ডুবে গেছে। এর পর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার কোনো হদিস পাননি।