December 27, 2024, 9:09 am

মাঠে টাইগাররা

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, January 10, 2021,
  • 174 Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া হোম সিরিজ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নেমেছ টিম বাংলাদেশ।  নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ছাড়া জাতীয় দলের সব কোচই ক্যাম্পে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ঢাকায় এসে লুইসকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। বিসিবি চাইছে করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ হলেই তাকে ক্যাম্পে আনতে। সরকারের কাছে সে জন্য আবেদনও করা হয়েছে। অপেক্ষা এখন কেবল সবুজ সংকেতের।

ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটারের সবাই পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের অনেকেই হোটেলে উঠে গেছেন। আজ অনুশীলনের পর পুরো দলেরই হোটেলে ওঠার কথা। টেস্ট দলের কয়েকজন ক্রিকেটারও আছেন একাডেমিতে। তাঁরা হোটেলে উঠবেন আরও পরে। তত দিন একাডেমিতে থেকেই নিজেদের মধ্যে অনুশীলন চালিয়ে যাবেন এই ক্রিকেটাররা।

এদিকে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে ক্যারিবীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই করোনার লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইতি ঘটবে টাইগারদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71