চুপ মুহুর্ত চুপ। সময়ের অভিশাপ কাটাই, তাই ঘুম ভেঙেও দেখি আমি একাই নিস্তেজ।
চুপ সময় নিশ্চুপ। আকাশে জোতস্না উড়াই, তাই অমা নিশিতেও নিজের প্রতিবিম্ব লুকাই।
শেষ রাতের ভোর। নয়নজলে আধার পারাই, তবু স্নিগ্ধ আলোয় গোধূলি খোঁজা কমে না।
সুদ্বীপা দাস।